ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নেইমার কী আগে থেকেই ইনজুরিতে আক্রান্ত ছিলেন?
অনলাইন ডেস্ক
নেইমার

বিশ্বকাপের চলতি আসরে সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের আধিপত্য দেখেছে ফুটবলবিশ্ব। নেইমার-রিচার্লিসন-ভিনিসিয়াস-রাফিনহারা খেলেছেন দুরন্ত ফুটবল। আজ কাতারের রাজধানী দোহার ৯৭৪ নামক স্টেডিয়ামে জি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ডের। জিতলেই নকআউট পর্ব প্রায় নিশ্চিত হয়ে যাবে ব্রাজিলের। 

যদিও নেইমারের অনুপস্থিতি নিয়ে বেশ দ্বন্দ্বে আছেন ব্রাজিলিয়ান সমর্থকরা। ২০১৪ সালে বিশ্বকাপের সেমিফাইনালে নেইমারকে ছাড়া খেলতে নেমে জার্মানির কাছে ৭ গোল হজম করে ব্রাজিল। আবার সেই পুরনো ইতিহাস ফিরবে না তো! গতকাল সংবাদ সম্মেলনে এসে ব্রাজিলের কোচ তিতে বলে গেলেন, নেইমারকে ছাড়াও ব্রাজিল দারুণ দল। 

তিতে বলেন, ‘নেইমার আমাদের দলের অসাধারণ একজন ফুটবলার। একটি ম্যাচে বিশেষ মুহূর্ত হয়তো তিনটা কিংবা চারটা আসে। নেইমারের এমন মুহূর্ত এনে দেওয়ার সামর্থ্য আছে। তবে নেইমারকে ছাড়াও আমাদের দলে ভালোমানের ফুটবলার আছে। সবাই নিজেকে প্রমাণ করতে প্রস্তুত।’ 

এক সাংবাদিকের প্রশ্নে চমকে উঠে সবাই। নেইমার কী আগে থেকেই ইনজুরিতে আক্রান্ত ছিলেন? তিতে বললেন, ‘আমি এমন কিছু জানতাম না। নেইমার ভালো ছিল। সে ম্যাচের আগে কোনো অভিযোগ করেনি। নেইমারের ইনজুরি একটা দুর্ঘটনা। তবে এটা ফাউল ছাড়া কিছু নয়।’ 

তিতে আরও বলেছেন, ফাউলের দিকে মনোযোগী হলে ফুটবলটা ঠিকভাবে উপভোগ করা যাবে। 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর