ঢাকা, রবিবার, ২১ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

স্টেডিয়াম পরিষ্কার করে এবার প্রশংসায় ভাসছেন মরক্কোর সমর্থকরা
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

জাপানিদের পর এবার স্টেডিয়াম পরিষ্কার করলেন মরক্কোর সমর্থকরা। বেলজিয়ামের বিরুদ্ধে খেলা শেষ হওয়ার পরেও স্টেডিয়াম ছাড়েননি মরক্কোর ফুটবল ভক্তরা। সঙ্গে নিয়ে আসা বড় বড় ব্যাগে আবর্জনা তুলতে দেখা যায় তাদের। একে একে স্টেডিয়ামের প্রতিটি জায়গায় গিয়ে আবর্জনা তোলেন তারা। এরপরেই ছেড়েছেন স্টেডিয়াম। খবর স্পোর্টবাইবেলের।

জাপানের সমর্থকদের মতো মরক্কোর সমর্থকদের এই কাজের প্রশংসা করেছেন অনেকে। 

বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়ে বড় অঘটন ঘটিয়েছে মরক্কো। দ্বিতীয়ার্ধে মরক্কোর হয়ে গোল দু'টি করেন আব্দেলহামিদ সাবিরি ও জাকারিয়া আবৌখলাল।

এর আগে, কাতারের স্টেডিয়াম পরিষ্কার করতে দেখা যায় জাপানের সমর্থকদের। শুধু নিজেদের আসন নয়, পুরো স্টেডিয়াম পরিষ্কার করেছিলেন তারা। জাপানের কাছ থেকে এমন আচরণ এবারই প্রথম নয়। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপেও একই কাজ করতে দেখা গিয়েছিল জাপানি সমর্থকদের।

এমনকি, খেলা শেষে নিজেদের ড্রেসিংরুমও পরিষ্কার করে বের হয়েছিলেন জাপানের ফুটবলাররা। তার ছবিও প্রকাশ করেছে ফিফা।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর