ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

‘আমরা নেইমারকে মিস করেছি’
অনলাইন ডেস্ক
কাতার বিশ্বকাপ আসরে নিজেদের টানা দ্বিতীয় জয় তুলে শেষ ষোলর রাস্তা পরিস্কার করে রাখল ব্রাজিল। এদিন নেইমার দলে না থাকায় ভিন্ন পরিকল্পনায় খেলতে দেখা যায় ব্রাজিলকে। তবে প্রথমার্ধে কোনো গোল না পাওয়ায় দ্বিতীয়ার্ধে একাধিক পরিবর্তন এনে আক্রমণের গতি বাড়ায় থিয়াগো সিলভার দল। এরপরই অবশ্য কাঙ্ক্ষিত গোল করে ম্যাচে জয় এনে দেন দলটির তারকা মিডফিল্ডার ক্যাসেমিরো।   ম্যাচ শেষে কথা বলতে গিয়ে কোচ তিতে নেইমারকেও স্মরণে আনলেন। জানালেন তার অভাব পূরণের জন্য মানসম্মত ফুটবলারও আছে ব্রাজিল দলে। তিতে বলেন, ‘বিশ্বকাপে নেইমারকে ছাড়া এটি আমাদের প্রথম ম্যাচ ছিল। আপনাদের মতে সুইজারল্যান্ড ম্যাচের তারকা ক্যাসেমিরো। কিন্তু আমার মতে এটা ছিল দলীয় সাফল্য। তবে অস্বীকার করবো না আমরা নেইমারকে মিস করেছি। তার ড্রিবলিং, পাস, গোল করার সক্ষমতা সব কিছুই।’   ব্রাজিল কোচ বলেন, ‘৪ বছরের লম্বা প্রসেসের পর এই দলটি গঠন করা হয়েছে। দেখতে অনেকটা সহজ মনে হয় কিন্তু তরুণ ও অভিজ্ঞদের মিশেলে দল গঠন করাটা খুব সহজ ছিল না। এই প্রক্রিয়াটাই জয় এনে দিয়েছে দলকে।’       বিডি প্রতিদিন/ ওয়াসিফ


এই পাতার আরো খবর