ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সত্যিই কী করিম বেনজেমাকে আবারও কাতার বিশ্বকাপে দেখা যাবে?
অনলাইন ডেস্ক

করিম বেনজেমা বিশ্বকাপে নেই, তবে আছেন। কীভাবে আছেন? হিসেবটা সহজ ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে এই ফরাসি ফরোয়ার্ড ছিটকে গেলেও তার বদলি হিসেবে কাউকে এখনো স্কোয়াডে অন্তর্ভূক্ত করা হয়নি। তাই আনুষ্ঠানিকভাবে করিম এখনও ফরাসি বিশ্বকাপ দলের অংশ।

তাই এখনই শেষ হয়ে যায়নি বেনজেমার বিশ্বকাপে খেলার সম্ভাবনা। ফিট হলেই তাকে আবারও দলে ডাকা হতে পারে।

২০২২ সালের ব্যালন ডি অর জয়ী বেনজেমাকে আবার দলে ডাকা হতে পারে এমন খবরই দিয়েছে নানা গণমাধ্যম। জানা গেছে শিগগিরই নিজের ক্লাব রিয়াল মাদ্রিদের ট্রেনিংয়ে ফিরছেন বেনজেমা। আর সেখানে নিজেকে ফিট প্রমাণ করতে পারলে দিদিয়ের দেশ আবার তাকে ফ্রান্স দলে ডাক পাঠাতেও পারেন। 

ফরাসি গণমাধ্যমের খবর বলছে, ধারণার চেয়ে দ্রুত সময়েই সেরে উঠছেন বেনজেমা। তাই তিনি দেশমের দলে ডাক পেয়েও যেতে পারেন। যদিও এ বিষয়ে বেনজেমা বা ফরাসি ফুটবল দল কারও কাছ থেকেই এখনও কোনো বার্তা বা মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: গোল ডটকম ও মার্কা

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর