ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আমরা বড় জয়ের জন্য খেলবো: জার্মান কোচ
অনলাইন ডেস্ক

কোন ফেবারিট আজ বিদায় নেবে? জাপানের কাছে পরাজিত হওয়ার পর সবচেয়ে বড় শঙ্কায় আছে জার্মানরা। স্পেনের বিপক্ষেও মাত্র একটি পয়েন্ট পেয়েছে তারা। আজ তাদের প্রতিপক্ষ কোস্টারিকা। নামটা সহজ হলেও তাদের খেলা মোটেও সহজ নয়। জাপানকে হারানো কোস্টারিকা আজ ড্রয়ের জন্য খেলবে। একটি পয়েন্ট পেলেই তাদের নকআউট পর্ব খেলার সুযোগ থাকবে। স্পেন এবারের বিশ্বকাপে দারুণ ফুটবল খেললেও তাদের শঙ্কাও কাটেনি। আজ জাপানের বিপক্ষে অন্তত ড্র করতে হবে স্প্যানিশদের। অবশ্য জাপান-স্পেন ড্র হলে সুযোগ কমে যাবে জার্মানি আর কোস্টারিকার। সে ক্ষেত্রে দুই দলের যেকোনো এক দলকে জিততেই হবে। এর পরও বাদ পড়তে পারে চারবারের চ্যাম্পিয়ন জার্মানি! 

অবশ্য গতকাল জার্মান কোচ হ্যান্স ফ্লিক বলে গেলেন, ‘আমরা বড় জয়ের জন্যই খেলতে নামব।’ প্রশ্ন হয়েছিল, কটা গোল চান? ফ্লিক বললেন, ‘সংখ্যাটা বলতে পারি না। তবে বড় জয় চাই আমরা।’ স্পেন ৭ গোল দিয়েছে কোস্টারিকাকে। জার্মানিও কি পারবে? আজ জার্মানি-কোস্টারিকা ম্যাচে এক ভিন্ন রকমের ঘটনা ঘটতে চলেছে। প্রথমবারের মতো বিশ্বকাপে রেফারির ভূমিকায় দেখা যাবে এক নারীকে। তিনি ফ্রান্সের স্টেফানি ফ্র্যাপার্ট।  

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর