ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মাইলফলক লিখতে চলেছেন থিয়াগো সিলভা
অনলাইন ডেস্ক
থিয়াগো সিলভা।

চলমান কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। তবে চোট কাটিয়ে দলীয় অনুশীলনে ফিরেছেন নেইমার। সোমবার (৫ ডিসেম্বর) নকআউট পর্বে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে টুর্নামেন্টের হট ফেভারিট ব্রাজিল। এই ম্যাচে মাঠে নামতে পারেন নেইমার। আর এই ম্যাচের অনন্য এক রেকর্ডে ভাগ বসাবেন ব্রাজিল দলের অধিনায়ক থিয়াগো সিলভা।

শেষ ষোলোর ম্যাচে স্টেডিয়াম ৯৭৪-এ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামলেই অধিনায়ক হিসেবে সিলভা মাঠে নামলেই ছুঁয়ে ফেলবেন কাফু এবং দুঙ্গাকে। কাফু এবং দুঙ্গা বিশ্বকাপে ব্রাজিলকে ১১ ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। থিয়াগো সিলভা এখন পর্যন্ত ১০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ব্রাজিলকে। কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সেই সংখ্যা ছুঁয়ে ফেলবেন ৩৮ বছর বয়সী এই সেন্টার ব্যাক। ২০১৪ সালে সিল্ভা ব্রাজিলকে প্রথমবারের মতো নেতৃত্ব দিয়েছিলেন। এরপর ২০১৮ বিশ্বকাপে অবশ্য মার্সেলো দলকে নেতৃত্ব দিয়েছিলেন। তবে এবার সেই মার্সেলো দলে না থাকায় নেতৃত্বের গুরুদায়িত্বটা আবারো পরে থিয়াগো সিলভার উপর।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ 



এই পাতার আরো খবর