ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কাতার বিশ্বকাপে প্রথম টাইব্রেকার
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

চলমান কাতার বিশ্বকাপে এই প্রথম কোনো ম্যাচ টাইব্রেকারে গড়ালো। আল জানুব স্টেডিয়ামে জাপান-ক্রোয়েশিয়ার ম্যাচটি নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলের সমতায় শেষ হলে ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে। যার ফলে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠতে এই ম্যাচের বিজয়ী নির্ধারিত হবে টাইব্রেকারের মাধ্যমে।

সোমবার সময় রাত ৯টায় শুরু হওয়া ম্যাচের ৯৬ মিনিটে ক্রোয়েশিয়ার মিডফিল্ডের প্রাণ মদ্রিচকে তুলে নেন কোচ। ১০৫ মিনিটে জাপানের মিতোমার দূরপাল্লার শট দারুণভাবে রুখে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক। এছাড়া অতিরিক্ত ৩০ মিনিটে বলার মত কোন দলই তেমন আক্রমণ করে গোলের সুযোগ তৈরি করতে পারেনি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর