ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মেসির মতে আর্জেন্টিনা ছাড়া বিশ্বকাপ জিততে পারে আরও যেসব দল
অনলাইন ডেস্ক
লিওনেল মেসি

কাতার বিশ্বকাপে এখন চলছে নক আউট পর্যায়ের খেলা। বিশ্ব সেরা হওয়ার লড়াই চালাচ্ছে বিভিন্ন দেশ। আর্জেন্টিনা ইতোমধ্যেই পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে। সেখানে তাদের খেলতে হবে নেদারল্যান্ডস দলের বিপক্ষে। নিজের ক্যারিয়ারে প্রথম বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন লিওনেল মেসি। সেই সঙ্গে বিশ্বকাপ জয়ের সম্ভাব্য আরও তিন দাবিদারকে বেছে নিয়েছেন লিওনেল মেসি।

সাংবাদিকদের সঙ্গে এক আলোচনায় নিজের পছন্দের কথা তুলে ধরেন লিওনেল মেসি। তিনি জানিয়েছেন, ‘(বিশ্বকাপ জয়ের) অন্যতম দাবিদার অবশ্যই আর্জেন্টিনা। আর্জেন্টিনা বিশ্ব ফুটবলের পাওয়ার হাউস। বিশ্বের অন্যতম সেরা ফুটবল দল এটি। আমরা জানি, এবারের বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার আমরা। তবে সেটা আমাদের মাঠে নেমে নিজেদের খেলার মধ্যে দিয়েই প্রমাণ করতে হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেটাই আমরা প্রমাণ করেছি।”

তিনি আরও যোগ করেন, “ব্রাজিল বেশ ভালো খেলছে। ওরা এখনও বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার। ফ্রান্সও বেশ ভালো খেলছে। স্পেন বরাবর বিশ্বকাপের মঞ্চে ভালো খেলে। ওরা কী করছে, কী করছে না, সেই বিষয়ে ওদের স্পষ্ট ধারণা রয়েছে। দীর্ঘ সময় ধরে ওরা বল নিজেদের নিয়ন্ত্রণে বল রাখতে পারে। ওদের থেকে বল কেড়ে নেওয়াটা বেশ কঠিন। ওদেরকে হারানোটা খুব কঠি।”

প্রসঙ্গত, বিশ্বকাপ ক্যারিয়ারে ইতোমধ্যেই মোট ৯টি গোল হয়ে গেছে মেসির। এর মধ্যে চলতি বিশ্বকাপে করেছেন তিনটি গোল। নক আউট পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষেও গোল করে মেসি। ৩৫ মিনিটে ম্যাচের প্রথম গোলটি করেন তিনি। ম্যাচে ২-১ গোলে জয় পায় আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামী শুক্রবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচ জিততে যে, গোটা আর্জেন্টিনা তার দিকেই তাকিয়ে থাকবে তা বলাই বাহুল্য। সূত্র: স্পোর্টস ব্রিফ

বিডি প্রতিদিন/কালাম



এই পাতার আরো খবর