ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

হারের দায় পুরোটাই নিজের কাঁধে নিলেন এনরিকে
অনলাইন ডেস্ক
লুইস এনরিকে।

ম্যাচের নির্ধারিত সময় গোল শূন্য। অতিরিক্ত সময়েও মেলেনি গোলের দেখা। শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারের ভাগ্যে শেষ হাসি হাসল মরক্কো। স্পেনকে হারিয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার পা রাখল মরক্কো।

কাতার বিশ্বকাপে শেষ ষোলোতে মঙ্গলবার (০৬ ডিসেম্বর) মুখোমুখি হয় স্পেন ও মরক্কো। এডুকেশনাল সিটি স্টেডিয়ামে ম্যাচটির নির্ধারিত সময়ে গোল শূন্য থাকে স্পেন ও মরোক্কো। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৩-০ ব্যবধানে জয় পেয়ে পরের ধাপে যায় মরক্কো। আর বিদায় নেয় স্প্যানিশরা।

এই ম্যাচে হারের দায় পুরোটাই নিজের কাঁধে নিয়েছেন স্পেনের কোচ লুইস এনরিকে। ম্যাচের পরে এনরিকে বলেন, আজ ম্যাচে যা ঘটেছে এর পুরো দায় আমার। পুরোটা দোষ আমার। 

মরোক্কোর কাছে হারের পর আলোচনায় লুইস এনরিকের ভবিষ্যৎ। তবে স্পেনের কোচ হিসেবে তার ভবিষ্যৎ নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেবেননা বলে জানিয়েছেন এনরিকে। আগামীতে এই বিষয়ে সকলকে জানাবেন বলে জানিয়েছেন তিনি।

এনরিকে বলেন, আমি সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আগামী সপ্তাহে আমি আমার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেব এবং সকলকে জানিয়ে দিব।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর