ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ভরাডুবির পরও চাকরি হারাচ্ছেন না জার্মান কোচ
অনলাইন ডেস্ক

বিশ্বকাপে জার্মান শিবির খালি পতনই দেখেছে। দ্বিতীয় বারের মতো তারা বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বাড়ি ফিরেছে। শিরোপা তো দূরের কথা এবারের বিশ্বকাপের প্রাইজমানিতেও তারা ভাগ বসাতে পারেনি।

তবে এমন ভরাডুবিরও পর চাকরি হারাচ্ছেন না জার্মানির কোচ হান্স ফ্লিক। তার ওপরই ভরসা রাখছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।  

জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) বুধবার বিবৃতিতে জানায়, ৫৭ বছর বয়সী ফ্লিককে দায়িত্বে বহাল রাখা হচ্ছে। 

তবে চুক্তির মেয়াদ দুই বছর বাকি থাকতে বোর্ডের সঙ্গে ‘পারস্পরিক বোঝাপড়ায়’ টিম ডিরেক্টরের পদ থেকে সরে দাঁড়িয়েছেন অলিভের বিয়েরহফ। 

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ে জার্মানি। ‘ই’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচেই তারা অঘটনের শিকার হয়; হেরে যায় জাপানের বিপক্ষে। এরপর স্পেনের সঙ্গে ড্রয়ের পর কোস্টা রিকাকে হারালেও শেষ ষোলোয় উঠতে পারেনি দলটি।

২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল জার্মানি; ৮০ বছরের মধ্যে যা ছিল প্রথম। এছাড়া গত বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও ভালো কিছু করতে পারেনি জার্মানি, ছিটকে পড়ে শেষ ষোলো থেকে। 

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর