ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

‘মদ্রিচকে আটকানোর দায়িত্ব কাসেমিরোর ওপর ছেড়ে দেব’
অনলাইন ডেস্ক

বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে শুক্রবার মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়া ও ব্রাজিল। তার আগে ক্লাব সতীর্থ ও ক্রোয়াট অধিনায়ক মদ্রিচকে প্রশংসায় ভাসালেন তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস। একই সঙ্গে মদ্রিচকে কীভাবে নিষ্ক্রিয় করে রাখতে চান, সেটিও বললেন তিনি।

মদ্রিচকে সামলানোর দায়িত্বটা ভিনিসিউস ছেড়ে দিতে চান কাসেমিরোর ওপর। তার চেয়ে কাসেমিরো যে আরও বেশি ভালো করে চেনেন মদ্রিচকে, দুজনই আবার মিডফিল্ডার।

২০১২-১৩ মৌসুম থেকে রিয়ালে খেলছেন মদ্রিচ। পরের মৌসুম থেকে নিয়মিত তার সঙ্গে ক্লাবটিতে খেলেছেন কাসেমিরো। আর ভিনিসিউস খেলছেন ২০১৮-১৯ মৌসুম থেকে।

গত আগাস্টে সান্তিয়াগো বের্নাবেউ ছেড়ে কাসেমিরো যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে।

ভিনিসিউস বলেন, “তার বিপক্ষে খেলার ব্যাপারে যদি বলতে হয়, আমি সবসময় সেরা খেলোয়াড়দের বিপক্ষে খেলতে পছন্দ করি। মদ্রিচের বিপক্ষে খেলাটা বিশেষ কিছু হতে চলেছে। তাকে নিষ্ক্রিয় করে রাখার দায়িত্ব আমি কাসেমিরোর ওপর ছেড়ে দেব, কারণ তিনি আমার চেয়ে কাজটা ভালো করতে পারেন। তিনি মদ্রিচকে খুব ভালোভাবে চেনেন, কারণ তারা দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন।”

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর