ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পর্তুগালকেও চমকে দিতে চায় মরক্কো
অনলাইন ডেস্ক

ক্রোয়েশিয়া ও বেলজিয়ামের মতো দলকে পেছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে মরক্কো। চমকে গেছে সবাই। আরও বড় কাণ্ড তারা ঘপটিয়েছে স্পেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে গিয়ে।

এবার মরক্কোর সামনে পর্তুগাল বাধা। মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগির বিশ্বাস করেন, রোনালদোর দলকে আসর থেকে বিদায় করার সামর্থ্য তাদের আছে।

ওয়ালিদ বলেছেন, ‘পর্তুগালের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, তাদের দুর্দান্ত সব স্ট্রাইকার আছে। কিন্তু তারা জানে যে আমরা চ্যালেঞ্জ জানাব। আমরা অভিজাত দলের বিপক্ষে খেলতে অভ্যস্ত। আমাদের একটি পরিকল্পনা আছে এবং আমরা চমক দেখানোর চেষ্টা করব। আমাদের নিজেদের খেলায় মনোযোগ দিতে হবে এবং ম্যাচ এগিয়ে চলার সঙ্গে আরও ভালো করতে হবে।’

তিনি আরও মনে করেন ‘আমি আমার দেশ ও দলকে নিয়ে গর্বিত। আমাদের দলের আবহ ইতিবাচক এবং সবাই এমনভাবে আছে যেন আমরা সবাই একই পরিবারের অংশ। আমাদের পেছনে আফ্রিকা ও আরব বিশ্বও আছে। এটি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সবার আগে আমরা মরক্কোর জন্য খেলব।’

 

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর