ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ম্যাচের পর কেন সেই ডাচ তারকার ওপর চটে গেলেন মেসি? (ভিডিও)
অনলাইন ডেস্ক
লিওনেল মেসি

শুক্রবার রাতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনাল উঠেছে আর্জেন্টিনা। ম্যাচে প্রথমে ২-০ ব্যবধানে এগিয়ে গেলেও আর্জেন্টিনা শিবিরে ভয়ঙ্কর রূপ নিয়ে হানা দেন নেদারল্যান্ডসের ফুটবলার ওয়াউট ওয়েঘর্টস। পরপর দুটি গোল দিয়ে শেষ মুহূর্তে আর্জেন্টিনাকে চরম অনিশ্চয়তার মধ্যে দেন তিনি।

ম্যাচের ৮৩ মিনিটে একটি গোল শোধ করেন ওয়াউট ওয়েঘর্টস। পরে ১০১ মিনিটে (১০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল) সমতা ফিরিয়ে অতিরিক্ত সময় নিয়ে যান ম্যাচটিকে। ম্যাচ শেষে এই ওয়েঘর্টসই মেসির অপমানের শিকার হন।

খেলা শেষে টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিচ্ছিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। সেই সময় দূর থেকে দাঁড়িয়ে তাকে দেখছিলেন ওয়েঘর্টস। সাক্ষাৎকার থামিয়ে মেসি ডাচ তারকার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকেন। তারপর রেগে গিয়ে বলেন, “কী দেখছো? স্টুপিড কোথাকার, যাও এখান থেকে।”

সাধারণ শান্ত স্বভাববের মেসির এই আচরণে হতবাক অনেকেই। তাকে মাঠে বা মাঠের বাইরে সেভাবে নিজের রাগ প্রকাশ করতে দেখা যায় না। তবে এই ঘটনা ছিল ব্যতিক্রম। আসলে, ম্যাচ চলাকালে দুই দলেরই ফুটবলাররা একাধিকবার একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন। শুধু তাই নয়, একবার তো গোটা ডাচ ডাগআউট মাঠে চলে এসেছিল। এই পরিস্থিতিতে ম্যাচ শেষে নিজের মাথা ঠিক রাখতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক।

নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে মেসি নিজে দুর্দান্ত খেলেন। গোল করান, নিজে গোল করেন। পরে পেনাল্টি শুটআউটেও দলকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। সত্যিকারের নেতার মতো দলকে কাঁধে তুলে সেমির টিকিট নিশ্চিত করেন এলএম১০। সূত্র: মার্কা

বিডি প্রতিদিন/কালাম



এই পাতার আরো খবর