ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিদায় বেলায় যা বললেন তিতে
অনলাইন ডেস্ক
তিতে

কাতার বিশ্বকাপ দিয়ে ব্রাজিলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা আগেই দিয়েছিলেন তিতে। ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরে আগেভাগে বিদায় নিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। শেষ হয়ে গেল দলটির ডাগআউটে তিতের অর্ধ যুগের পথচলাও।

প্রথম কোয়ার্টার-ফাইনালে শুক্রবার নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ ড্রয়ের পর পেনাল্টি শুটআউটে ৪-২ গোলে হারে ব্রাজিল।

পরে ৬১ বছর বয়সী তিতে নিশ্চিত করে দেন, সেলেসাওদের দায়িত্বে আর থাকছেন না তিনি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যন্ত্রণাদায়ক হার, তবে নিজেকে নিয়ে শান্তিতে আছি। চক্রের শেষ হলো। দেড় বছর আগেই তা আমি জানিয়ে রেখেছিলাম। যারা আমাকে চেনে তারা জানে, আমি দুই কথার মানুষ না। যদি জিততাম তাহলেও থাকার জন্য কোনো নাটক করার ইচ্ছাই আমার নেই।’

২০১৬ সালের জুনে আগের কোচ দুঙ্গার স্থলাভিষিক্ত হন তিতে। তার যাত্রা শুরু হয় ওই বছরের সেপ্টেম্বরে ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে একুয়েডরকে ৩-০ গোলে হারিয়ে। সব মিলিয়ে তার কোচিংয়ে ৮১ ম্যাচ খেলে ব্রাজিলের জয় ৬১টি, হার ৭টি।

২০১৯ সালে তিনি ব্রাজিলকে জেতান কোপা আমেরিকা শিরোপা। তবে টানা দুই বিশ্বকাপেই ব্রাজিল বিদায় নিল শেষ আট থেকে। চার বছর আগে রাশিয়া আসরে এই ধাপে বেলজিয়ামের কাছে হেরেছিল তিতের দল।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর