ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইতিহাস গড়ে সেমিফাইনালে মরক্কো
অনলাইন ডেস্ক
ইতিহাস গড়ে সেমিফাইনালে মরক্কো

কাতার বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে পর্তুগালকে ১-০ গোলে হারিয়েছে মরক্কো।

ফলে আফ্রিকার কোনো দেশের প্রথম সেমিফাইনালে যাওয়ার ইতিহাস গড়লো দেশটি । 

৯০+৩ মিনিটে লাল কার্ড দেখেন মরক্কোর তারকা ফুটবলার ওয়ালিদ চেদ্দিরা।

এরপর শেষের ৫ মিনিট ১০ জনের মরক্কোকে কাছে পেয়েও গোল দিতে পারেনি রোনালদোরা।

শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেল পর্তুগাল। 

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ছিলো মরক্কো। তা ৯০ মিনিটের খেলা শেষেও ছিলো।

সমতায় ফিরতে মরিয়া চেষ্টা করেছে পর্তুগাল। কিন্তু বারবার চেষ্টা করেও সাফল্য পায়নি ব্রুনোরা।

প্রথমার্ধে ৪২তম মিনিটে পর্তুগিজ গোলরক্ষককে বোকা বানিয়ে গোল করেন মরক্কোর এন-নাসেরি। আর সেই গোলেই শেষ পর্যন্ত সেমিফাইনাল নিশ্চিত হলো দলটির।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

 



এই পাতার আরো খবর