ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মরক্কোর ইতিহাস গড়া জয়ে কাসাব্লাঙ্কার সড়কে উৎসব
অনলাইন ডেস্ক
মরক্কোর বন্দর ও বাণিজ্যিক শহর কাসাব্লাঙ্কার সড়কে উৎসব চলছে

মরক্কোর কাছে পর্তুগাল কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ১-০ গোলে হেরেছে। এর মধ্য দিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠল আফ্রিকার কোনো দেশ।  

ঐতিহাসিক এই জয়ে মরক্কোর বন্দর ও বাণিজ্যিক শহর কাসাব্লাঙ্কার সড়কে উৎসব চলছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, সড়ক গাড়িতে পূর্ণ হয়ে গেছে। নাগরিকরা পতাকা দুলিয়ে এবং উদ্দীপনার স্লোগান দিচ্ছেন।

মরক্কোর জাতীয় দলের কয়েকজন খেলোয়াড় এই কাসাব্লাঙ্কার বাসিন্দা। এ কারণেও শহরের বাসিন্দাদের উদযাপনে ভিন্ন আমেজ দিয়েছে।

আল জাজিরার প্রতিনিধি নিক হক কাসাব্লাঙ্কা থেকে বলেন, সকল প্রতিকূলতা ঠেলে মরক্কো পর্তুগালের বিপক্ষে জয় পেয়েছে। এই জয়ের স্বাদ মরক্কোনদের কাছে অবিশ্বাস্য।

আল জাজিরার এই সাংবাদিক বলেন, নারী-পুরুষ, ছেলে-মেয়েরা উদযাপন করতে রাস্তায় নেমে এসেছে। জাতীয় দলের শার্ট পরে মরক্কোর রাজাকেও বের হয়ে আসতে দেখেছেন বলে জানান তিনি। 

বিডিপ্রতিদিন/কবিরিুল 



এই পাতার আরো খবর