ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ফ্রান্সের সঙ্গে সমতায় ফিরল ইংল্যান্ড
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

সেমিফাইনালের লড়াইয়ে ফ্রান্সের সঙ্গে সমতায় ফিরেছে ইংল্যান্ড। খেলার ৫৩ মিনিটের মাথায় বক্সের ভেতর সাকাকে ফেলে দেন চুয়ামেনি। রেফারি পেনাল্টি ঘোষণা করেন। হ্যারি কেইন বাঁ দিকে শক্তিশালী শট দেন যার মাধ্যমে ফ্রান্সের সঙ্গে সমতায় ফেরে ইংল্যান্ড।

এর আগে ফ্রান্সের চুয়ামেনি ম্যাচের ১৭ মিনিটে গোল করেন। অ্যান্টোয়ান গ্রিজমানের মাইনাস করা বল তিনি পান বক্সের অনেক বাইরে। সেখান থেকেই করে বসেন এক শট। গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে ফাঁকি দিয়ে বলটা এরপর আছড়ে পড়ে ইংলিশদের জালে।

ইংল্যান্ডের বিপক্ষে উত্তাপ ছড়ানো ম্যাচে প্রথমার্ধ শেষে এগিয়ে রয়েছে ফ্রান্স। বিশ্বকাপে ইংল্যান্ডের সেরা সাফল্য ১৯৬৬ বিশ্বকাপ। ঘরের মাটিতে অনুষ্ঠিত সেই আসরে ট্রফি হাতে তুলেছিল ইংলিশরা। এরপর আরও ১৩টি বিশ্বকাপ হলেও একবারও ফাইনাল খেলতে পারেনি ইংল্যান্ড। অন্যদিকে বিশ্বকাপ ট্রফি নিজেদের কাছেই রাখার মিশনে এমবাপে জাদুতে ফেবারিটের তকমা এখনো ফ্রান্সের দিকে। 

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর