ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

গোলের রেকর্ডে রুনির পাশে কেইন
অনলাইন ডেস্ক

৮৫ মিনিটে পেনাল্টি মিস করেন হ্যারি কেইন। ওই মিসেই বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। অথচ ৫৩ মিনিটে দুরন্ত এক পেনাল্টিতে ম্যাচে সমতা এনেছিলেন ইংলিশ অধিনায়ক কেইন। আর তাতেই ইংল্যান্ডের জার্সিতে সর্বোচ্চ গোলের রেকর্ডে ওয়েইন রুনির পাশে বসেন এই ফরোয়ার্ড।

২০০৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত ১২০ ম্যাচ খেলে ৫৩ গোল করেছিলেন রুনি। পূর্বসূরিকে কেইন ছুঁয়ে ফেললেন ৮০ ম্যাচেই।

চার বছর আগে রাশিয়া বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী কেইন কাতারে গ্রুপ পর্বে তিন ম্যাচে জালের দেখা পাননি। তবে নকআউট পর্বের প্রথম দুই ম্যাচেই গোল করেন ২৯ বছর বয়সী তারকা।

বিশ্বকাপে কেইনের গোল হলো ১১ ম্যাচে ৮টি। ইংল্যান্ডের হয়ে বিশ্ব মঞ্চে তার চেয়ে বেশি গোল আছে কেবল গ্যারি লিনেকারের, ১২ ম্যাচে ১০টি।

তবে গতকাল শেষ মুহূর্তে কেইনের পেনাল্টি মিসের ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। ১৭ মিনিটে ১৯৯৮ ও ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এগিয়ে নেন চুয়ামেনি ১০৮ কিলোমিটার গতির দুরন্ত শটে। ৭৮ মিনিটে ফ্রান্সের জয়সূচক গোলটি করেন অলিভার জিরদ। আসরে এটা তার চতুর্থ গোল। ৫ গোল করে সবার ওপরে স্বদেশি কিলিয়ান এমবাপ্পে। লিওনেল মেসির গোল ৪টি। দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে মরক্কো

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর