ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

রোনালদো বিতর্কে অনুশোচনা নেই কোচের
নিজস্ব প্রতিবেদক
রোনালদো ও কোচ সান্তোষ

মরক্কোর বিপক্ষে ১-০ গোলে বিদায়ে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। আফ্রিকার প্রথম দেশ হিসেবে মরক্কো ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে। ম্যাচের শুরু থেকেই বেঞ্চে বসেছিলেন পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। তাকে নামানো হয়েছিল ম্যাচের ৫১ মিনিটে। পর্তুগাল সমর্থন করেন না এমন ফুটবল ভক্তও হয়তো গতকালকে রোনালদোকে বেঞ্চে দেখতে চাননি। কিন্তু হয়েছে তাই। রোনালদো পরে নামলেও ঘুরে দাঁড়াতে পারেনি পর্তুগাল।

রোনালদোকে পরে নামানো নিয়ে সমালোচনা হচ্ছে অনেক। তবে পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোষ বলেছেন, ‘রোনালদোকে পরে খেলোনো নিয়ে কোনো অনুতাপ নেই। আমি মনে করি সুইজারল্যান্ডের বিপক্ষে এই দলটাই ভালো খেলেছে। ক্রিশ্চিয়ানো রোনালদো দলের সেরা খেলোয়াড়। যখন আমরা প্রয়োজন ভেবেছি সে মাঠে নেমে খেলেছে। তাই এ নিয়ে কোনো অনুশোচনা নেই’।

তিনি আরও বলেছেন, ‘যদি দু’জন মানুষের নাম বলতে হয় যারা বিশ্বকাপ থেকে এমন বিদায়ে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে - সেই দুইজন হলো রোনালদো এবং আমি। অবশ্যই আমরা হতাশ। কিন্তু এটা কোচ ও খেলোয়াড়ের কাজেরই অংশ’। সূত্র : ইএসপিএন

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর