ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মরক্কোকে অভিনন্দন জানিয়ে ইমরান খানের টুইট
অনলাইন ডেস্ক

কাতার বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে নাম লেখাল মরক্কো। এতে আফ্রিকার মহাদেশের প্রথম কোনো দেশ প্রথম সেমিফাইনালে যাওয়ার ইতিহাস গড়লো। 

ফুটবল বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো আরব ও আফ্রিকান দেশ শেষ চারে উঠায় গোটা মরক্কো যেন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শুভেচ্ছায় ভাসছেন মরক্কোর ফুটবলাররা।

মরক্কোর ঐতিহাসিক জয়ে পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেটার ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও মরক্কো ফুটবল দলকে শুভকামনা জানিয়ে টুইট করেছেন।

রবিবার টুইট বার্তায় ইমরান খান বলেন, ‌‘ফুটবল বিশ্বকাপে শক্তিশালী পর্তুগালের বিপক্ষে জয়ের জন্য মরক্কোকে অভিনন্দন। প্রথমবার একটি আরব, আফ্রিকান এবং একটি মুসলিম দল ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে। পরবর্তী ম্যাচগুলোর জন্য তাদের সাফল্য কামনা করছি।’

আগামী ১৫ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১টায় প্রথমবারের মতো শেষ চারে উঠা আফ্রিকার দলটির বিপক্ষে নামবে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।

বিডি-প্রতিদিন/বাজিত



এই পাতার আরো খবর