ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ফুটবল বিশ্বকাপ
পুরস্কারটি আলভারেজের প্রাপ্য, বললেন ম্যাচসেরা মেসি
অনলাইন ডেস্ক
মেসি ও আলভারেজ

ষষ্ঠবারের মতো ফুটবল বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার ফাইনালে পৌঁছানোর ক্ষেত্রে যে দুজনের অবদান নিয়ে বেশি আলোচনা হচ্ছে তারা হচ্ছেন অধিনায়ক লিওনেল মেসি ও  হুলিয়ান আলভারেজ। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ও তৃতীয় গোলটি করেছেন এই ফুটবলার। এমনকি প্রথম গোলেও অবদান আছে তার। সেমিফাইনালে আর্জেন্টিনা জিতেছে ৩-০ গোলে। দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে মেসি হয়েছেন ম্যাচসেরা। মেসি নিজে একটি গোল করেছেন, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে দুর্দান্ত পাস দিয়ে গোল করিয়েছেন।

নিজে ম্যাচসেরা হলেও মেসি মনে করেন ম্যাচসেরার পুরস্কার আলভারেজের প্রাপ্য। মেসি বলেন, ‘আমরা দল হিসেবে খেলি। এটাই আমাদের সবচেয়ে ভালো গুণ। এই ম্যাচে আলভারেজ দুর্দান্ত খেলেছে, অসাধারণ। ও মাঠে সবার চেয়ে বেশি দৌড়েছে, অনেক গোলের সুযোগ তৈরি করেছে। ক্রোয়েশিয়ার বিপক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল আলভারেজ। ম্যাচসেরার পুরস্কার আলভারেজের প্রাপ্য’।

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর