ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

টুইটে হাকিমিকে এমবাপ্পের সান্ত্বনা
অনলাইন ডেস্ক
কিলিয়ান এমবাপ্পে ও আশরাফ হাকিমি

পিএসজিতে কিলিয়ান এমবাপ্পের সতীর্থ আশরাফ হাকিমি। তবে বিশ্বকাপ ফুটবলে ফ্রান্স ও মরক্কোর সেমিফাইনালে তারা ছিলেন একে অপরের শত্রু। সেই শত্রুতা অবশ্য রেফারির শেষ বাঁশি বাজার পরেই শেষ।

বুধবার দিবাগত রাতে আল বায়ত স্টেডিয়ামে সবাইকে চমকে দেওয়া মরক্কোকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠে ফ্রান্স। ম্যাচে দাপট দেখালেও শেষ পর্যন্ত জয় পাওয়া হয়ে ওঠেনি মরক্কোর।

সেমিফাইনালে মরক্কোর বিপক্ষে জিতে স্বভাবতই আনন্দিত ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তবে জয়ের পর পিএসজির সতীর্থ ও মরক্কোর তারকা আশরাফ হাকিমিকে সান্ত্বনা দিতে ভোলেননি তিনি।

তবে বন্ধুর কাছে হেরে বন্ধুর বিদায় নেওয়ার ট্র্যাজেডি ছাপিয়ে দেখা গেছে বন্ধুত্বের জয়গান। ম্যাচ শেষে দুজনে জার্সি বদলেছেন, আলাদা সময় কাটিয়েছেন। সঙ্গে এই লড়াইয়ে জয়ী এমবাপ্পে বন্ধু হাকিমিকে নিয়ে টুইটও করেছেন।

টুইটে হাকিমির ‘ইতিহাস’ গড়ার প্রশংসা করে সতীর্থকে নিয়ে ‘গর্বিত’ বলেও জানান তিনি। এমবাপ্পে লেখেন, ‘হতাশ হবে না ভাই। তুমি ইতিহাস রচনা করেছ। তুমি যা করেছ, তা নিয়ে সবাই গর্ব করছে।’

উল্লেখ্য, কাতারের লুসাইল স্টেডিয়ামে আগামী রবিবার ফিফা বিশ্বকাপের ফাইনালে গত আসরের চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর