ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ফাইনালে লড়াই হবে লরিস-মার্টিনেজের মধ্যেও
অনলাইন ডেস্ক
হুগো লরিস ও এমিলিয়ানো মার্টিনেজ

আর্জেন্টিনা-ফ্রান্স বিশ্বকাপ ফাইনালের লড়াই দেখার অপেক্ষা শেষ হচ্ছে আগামীকাল। লুসাইল আইকনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বযুদ্ধের চূড়ান্ত লড়াই। যে লড়াই শেষে একদল সোনালি ট্রফি হাতে বাড়ি ফিরবে। অন্য দলের সঙ্গী হবে আফসোস!

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা ও ফ্রান্স নাম লেখানোর পর থেকেই আলোচনা চলছে। গত বিশ্বকাপে শেষ ষোলোর লড়াইয়ে ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরেছিল আর্জেন্টিনা। সেই পরাজয়ের মোক্ষম প্রতিশোধ নেওয়ার সুযোগ লিওনেল মেসিদের সামনে। পাশাপাশি বিশ্বকাপে ৩৬ বছরের শিরোপা খরা ঘুচানোর সুযোগও আছে আলবেসিলেস্তদের।

বিশ্বকাপের ফাইনাল ম্যাচে লড়াই হবে দুই দেশের গোলরক্ষকদের মধ্যেও। আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ দারুণ খেলছেন। প্রতি ম্যাচেই একটি/দুইটি দুর্দান্ত  গোল সেভ করছেন। ফাইনালেও কিলিয়ান এমবাপ্পেরা বার বার পরীক্ষা নেবে তার। অন্যদিকে, বিশ্বকাপের মঞ্চে অন্যতম সেরা গোলরক্ষক ফ্রান্সের হুগো লরিস। চোখ ধাঁধানো পারফরম্যান্স তার। সেমিফাইনালে মরক্কোর বিপক্ষে তিনি যেভাবে গোল সেভ করেছেন তাতে চমকে উঠেছে বিশ্ব। এজন্য তাকে বলা হয় ‘সুইপার রক্ষক’। লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে লরিসকে চাপে রাখবে মেসি-ডি মারিয়ারাও। 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর