ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মেসি তার রেকর্ড ভেঙেছেন, আনন্দিত বাতিস্তুতা
অনলাইন ডেস্ক

এবার লিওনেল মেসিকে প্রশংসায় ভাসালেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা। মেসি তার রেকর্ড ভেঙে দিয়েছে দেখে বেশ আনন্দিত তিনি।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ক্লারিন’ এ দেওয়া এক সাক্ষাৎকারে বাতিস্তুতা বলেছেন, ‘আমার রেকর্ড মেসি ভেঙেছে, এতে আমি মোটেই কষ্ট পাইনি। এটা মেসির প্রাপ্য। যদি কোনো একজনের কাছে এই রেকর্ড হওয়া উচিত, সেটা মেসিই। মেসি এলিয়েন নয়, ও একজন মানুষ যে বিশ্বসেরা। যখন সেই মানুষটা আপনার রেকর্ড ভাঙবে, সেটা আপনাকে কষ্ট নয়, আনন্দ দেবে।’

সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে বিশ্বকাপ–ইতিহাসে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতার আসন দখল করেন মেসি। ছাড়িয়ে গেছেন ১৯৯৪ থেকে ২০০২ তিন বিশ্বকাপে ১২ ম্যাচ খেলে ১০ গোল করা গ্যাব্রিয়েল বাতিস্তুতাকেও।

তিনি মেসি সম্পর্কে আরও বলেছেন, ‘আমি ভেবেছিলাম, ও আরও শান্ত থাকবে। কিন্তু মেসি তো ২০ বছরের তরুণের মতো খেলছে। মেসি বিশ্বকাপ জেতার জন্য মরিয়া। বিশ্বকাপ জিততেই ও কাতারে এসেছে। মেসি দলের মধ্যেই এর মনোভাব ছড়িয়ে দিচ্ছে। ফুটবলে এটাই দরকার। দলের মধ্যে বিশ্বকাপ জেতার মতো একটা ইতিবাচক শক্তি আছে। বিশ্বকাপ জেতার সব সামর্থ্যই আমাদের আছে।’ 

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর