ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কিংবদন্তিদের জার্সি নম্বর ‘১০’!
আসিফ ইকবাল

লুসাইল স্টেডিয়ামের গ্যালারিতে বসে খেলা দেখছিলেন মারিও কেম্পেস। ক্যামেরা বারবার দেখাচ্ছিল এই তারকা ফুটবলারকে। তার ফুটবল জাদুতেই ১৯৭৮ সালে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। কেম্পেসের পর দিয়াগো ম্যারডোনা। এবার লিওনেল মেসি। তিন বিশ্বসেরা ফুটবলার। তিনজনের দেশ আর্জেন্টিনা। তিনজনেরই জার্সি নম্বর ১০। তিনজনে জাদুকরি ফুটবল খেলেছেন। তিনজনেই বিশ্বকাপের ফাইনাল খেলেছেন। কেম্পেস ও ম্যারাডোনা জিতেছেন বিশ্বকাপ ট্রফি। এখন অপেক্ষা মেসির। ১৮ ডিসেম্বর দোহার লুসাইল স্টেডিয়ামে লিওনেল মেসির বিশ্বকাপ ট্রফি আকাশপানে তুলে ধরার স্বপ্নটা এখন থেকেই অনেকে দেখতে শুরু করেছেন। মেসি বিশ্বচ্যাম্পিয়ন না হলেও বিশ্বকাপের ‘গোল্ডেন বল’ জিতেছেন। ১৯৭৮ সালে ‘গোল্ডেন বুট’ ও ‘গোল্ডেন বল’ জিতেছিলেন কেম্পেস। ১৯৮৬ সালে ম্যারাডোনা জিতেছিলেন গোল্ডেন বল।

আর্জেন্টিনা এবার নিয়ে ৬ বার বিশ্বকাপের ফাইনাল খেলছে। ১৯৩০ সালে স্বাগতিক উরুগুয়ের কাছে হেরে রানার্সআপ হয়েছিল আর্জেন্টিনা। সেবার ৮ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন আর্জেন্টিনার স্ট্রাইকার গুইলার্মো স্ট্যাবিল। এরপর ১৯৭৮ সালে ঘরের মাঠে বিশ্বকাপ খেলে আর্জেন্টিনা। নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আলবিসেলেস্তারা। ৬ গোল করে ‘গোল্ডেন বুট’ ও দলকে চ্যাম্পিয়ন করে ‘গোল্ডেন বল’ জিতেছিলেন কেম্পেস। ১৯৮৬ সালে ম্যারাডোনা একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করেন। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড এবং সেমিফাইনালে বেলজিয়ামের বিপক্ষে যে ম্যাচ দুটি খেলেছিলেন ম্যারাডোনা, সেগুলো ছিল অসাধারণ। আসরে ৫ গোল করেছিলেন ম্যারাডোনা। আর্জেন্টিনাকে দ্বিতীয়বার বিশ্বকাপ ট্রফি উপহার দিয়ে গোল্ডেন বল জিতেছিলেন তিনি। ১৯৯০ সালেও ফাইনালে টেনে তুলেছিলেন ম্যারাডোনা।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর