ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

চ্যাম্পিয়ন হবে ফ্রান্স: ম্যাক্রোঁ
ক্রীড়া প্রতিবেদক
ইমানুয়েল ম্যাক্রোঁ

চার বছর আগে রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। সেবার মাঠে বসে খেলা দেখেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। চার বছর পর এবারও ফাইনাল খেলবে ফ্রান্স। টানা দ্বিতীয় বিশ্বকাপ জেতার মিশনে ফ্রান্সের প্রতিপক্ষ লিওনেল মেসি। দারুণ খেলছে মেসির আর্জেন্টিনা। তবে ফরাসি প্রেসিডেন্ট বিশ্বাস করেন, এবারও ফ্রান্স চ্যাম্পিয়ন হবে, ‘হাজার ব্যস্ততার মধ্যে দেশবাসীর সব সময়ই আনন্দের প্রয়োজন, খেলাধুলা, বিশেষ করে ফুটবল, তা প্রদান করে থাকে। খুবই অসাধারণ এক দলকে খেলতে দেখলাম। সেজন্য আমাদের কোচ দিদিয়ের দেশম ও তার দলকে অনেক ধন্যবাদ। সবাই মুহূর্তটি উপভোগ করছে। রবিবার আমরাই জিতব। আমি সেদিনও মাঠে থাকব।’ ফ্রেঞ্চ প্রেসিডেন্ট মাঠে উপস্থিত থাকবেন। তবে গ্যালারিতে বসে খেলা দেখবেন জানান, ‘আমি গ্যালারিতে বসে খেলা দেখব। সেখানকার উত্তেজনাই আলাদা।’ মরক্কোর সঙ্গে শ্বাসরুদ্ধকর সেমিফাইনাল জিতে ফাইনাল উঠেছে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। ফাইনালে উঠার পরপরই বলেন, ‘শিরোপা আমরা ঘরেই রেখে দেব’।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর