ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ম্যাচটা মেসি-এমবাপ্পে দ্বৈরথের চেয়েও বড়: স্কালোনি
অনলাইন ডেস্ক
লিওনেল স্কালোনি

কাতার বিশ্বকাপের ফাইনালে আজ স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) লুসাইল আইকনিক স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ফ্রান্স। বিশ্বকাপের ট্রফি জয়ের শেষ সুযোগ লিওনেল মেসির। অন্যদিকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতে ইতিহাসে অমর হওয়ার অপেক্ষায় কিলিয়ান এমবাপ্পেরা।

বিশ্বকাপ জেতার সুযোগ বারবার আসে না। আর্জেন্টিনাকেই ধরা যাক, ১৯৮৬ বিশ্বকাপ জয়ের পর দুইবার ফাইনাল খেলেছে তারা। দুইবারই ফিরতে হয়েছে মলিন বদনে। এবার আরো একটি ফাইনালের মঞ্চে দাঁড়িয়ে আলবিসেলেস্তেরা। সামনে বাধা বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। কোচ স্কালোনি অবশ্য আশা করছেন, এবার বিশ্বকাপ উঁচিয়ে ধরতে পারবে আর্জেন্টিনা।

ফ্রান্সকে ধরাশায়ী করতে পরিষ্কার ছক কষে রেখেছেন লিওনেল স্কালোনি। এবার শুধু মাঠে সেটি প্রয়োগ করার পালা। ফাইনাল পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ম্যাচ শুরু হওয়ার আগ পর্যন্ত এই মুহূর্তগুলো আমাদের উপভোগ করতে হবে। এ সব কিছুই ইতিহাস হয়ে থাকবে। আশা করি বিশ্বকাপ জিততে পারব, এটা অসাধারণ হবে। আমরা জানি কীভাবে তাদের আক্রমণ করতে হয়, এনিয়ে পরিষ্কার পরিকল্পনা আছে আমাদের। আমরা জানি, প্রতিপক্ষকে কোথায় আঘাত করতে পারব।’

আর্জেন্টিনার যেমন লিওনেল মেসি, তেমনি ফ্রান্সের সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে।  বিশ্বকাপে নিজেকে ছাড়িয়ে গেছেন এবার। পাঁচ গোল করে গোল্ডেন বুট জয়ের দৌড়ে আছেন শীর্ষে, গোল্ডেন বলেরও সমান দাবিদার তিনি। আর্জেন্টিনা কোচ বলেন, ‘কাজটা ব্যক্তিগতর চেয়েও বেশি দলগত। যদিও এমবাপ্পে একজন ভালো খেলোয়াড়। ফ্রান্সের অন্য খেলোয়াড় আছে যারা তাকে আরো ভালো বানিয়ে তোলে। সে এখনও তরুণ এবং উন্নতির ধারাবাহিকতা বজায় রাখবে, এতে কোনো সন্দেহ নেই।’

‘কালকের (আজকের) ম্যাচটা আর্জেন্টিনা-ফ্রান্সের, যা মেসি ও এমবাপ্পে দ্বৈরথের চেয়েও বড়। আমাদের দুই দলেরই প্রয়োজনীয় অস্ত্র আছে। তাই শুধু তারা দুজন নয়, বাকি খেলোয়াড়রাও ম্যাচে নির্ণায়কের ভূমিকা রাখতে পারে।’

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর