ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শেষ সাঁতারে মোহনায় মেসি-শচিন!
অনলাইন ডেস্ক

বিশ্বকাপের মহাসমুদ্রে এবারই শেষ সাঁতার দিয়েছিলেন লিওনেল মেসি। সম্ভাবনার সাথে ছিল ভীষণ শঙ্কাও। তবে সব শঙ্কাকে তুড়ি মেরে উড়িয়ে সফলতার আকাশেই ঘুড়ি ওড়ালেন লিও।

বিশ্বকাপ এখন তার। মেসিও এখন বিশ্বকাপের। মেসির অপূর্ণতা যেমন ঘুচলো শেষে এসে। তেমন ফুটবলের পূর্ণতাও হয়তো মিললো। সময়ের সেরা ফুটবলার যদি বিশ্বসেরার মুকুটটাই না পান, তবে পূর্ণতা আসে কী করে।

শেষে এসে অবশেষে মেসির পূর্ণতা। খুলে খেলে তুষার ভেদ করে আসা সূর্যের চোখ। আলোয় আলোয় এখন ভুবন ভরা। মেসিও মনহরা, আরও মোহময়। ২০১৪ সালের অসুখের গায়ে এখন সুখ লেগে আছে কানায় কানায়।

এখানে যেনো ক্রিকেটের লিটল মাস্টার শচীনের সাথে মিলে গেল ফুটলবলে লিটল ম্যাজিশিয়ান মেসির পথরেখা।

শচীনও শেষ বিশ্বকাপেই পেয়েছিলেন ওই ট্রফিটার স্বাদ। শতকের শতক হাঁকানো শচীনও শেষ বেলাতে ট্রফিকে দিয়ে গিয়েছিলেন তার দেবতার হাতের ছোঁয়া।

 

বিডি প্রতিদিন/নাজমুল 



এই পাতার আরো খবর