ঢাকা, রবিবার, ৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মহানায়ক মেসির রাতে মার্তিনেজও সুপার হিরো!
অনলাইন ডেস্ক

কাতার বিশ্বকাপের শেষ গল্পটা লিখেছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। টাইব্রেকারেই তার সেভেই মূলত হয়েছে আর্জেন্টিনার শিরোপা রক্ষা। মহানায়ক মেসি হলে মার্তিনেজও সুপার হিরো নিশ্চয়ই।

এককথায় বললে মেসিরা যেখানে শেষ করেছেন, মার্তিনেজের সেখানেই শুরু। ফরাসিদের ঠেকিয়ে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা এনে দিলেন মার্তিনেজ। 

মার্তিনেজ খেলা শেষে বললেন ‘ম্যাচটায় আমরা অনেক সংগ্রাম করেছি। অনেক ভুগেছি। দুটি ভুলে ফ্রান্স খেলায় সমতা ফিরিয়ে আনল। ঈশ্বরকে ধন্যবাদ। এরপর আমি আমার কাজটা ঠিকঠাক করতে পেরেছি। আমি সেটিই করতে পেরেছি, যে স্বপ্ন আমি দেখেছি।’

রোমাঞ্চিত মার্তিনেজ আরও বললেন ‘এর চেয়ে দুর্দান্তভাবে আমি আমার বিশ্বকাপের স্বপ্ন পূরণ করতে পারতাম না। পেনাল্টির সময় আমি খুব শান্ত থেকে, মাথা ঠান্ডা রেখেই নিজের কাজটা করেছি।’

 

বিডি প্রতিদিন/নাজমুল 



এই পাতার আরো খবর