ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

হারের পর এমবাপ্পেকে বুকে টেনে নিয়ে কী বলেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট?
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

বিশ্বকাপের ফাইনালে ফুটবলের মহাতারকা লিওনেল মেসির দেশ আর্জেন্টিনার কাছে হেরে গেছে বর্তমান সময়ের অন্যতম সুপারস্টার কিলিয়ান এমবাপ্পের দেশ ফ্রান্স।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পেনাল্টিতে ৪-২ ব্যবধানে হেরে যায় ফ্রান্স।

ম্যাচের শুরু থেকেই দাপটের সঙ্গে খেলছিল আর্জেন্টিনা। খেলার ৭৯ মিনিট পর্যন্ত ২-০ এগিয়েছিল মেসিরা। কিন্তু হঠাৎ জ্বলে ওঠে ফরাসি সুপারস্টার এমবাপ্পে।

৮০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন তিনি। এর মাত্র ৯৭ সেকেন্ডের মাথায় দুর্দান্ত এক গোলে ম্যাচে সমতায় ফেরান এমবাপ্পে।

তার গোলের পর গ্যালারিতে উদযাপন করতে দেখা যায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনকেও।

এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এবার মেসির গোলে আবারও এগিয়ে যায় আর্জেন্টিনা। আবারও জ্বলে ওঠেন এমবাপ্পে। আরও পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান। এই গোলের সুবাদে বিশ্বকাপে ৫৬ বছর পর হ্যাটট্রিক করেন এমবাপ্পে। কিন্তু তারপরও দলকে জেতাতে পারেন ফরাসি স্ট্রাইকার। হেরে যাওয়ার পর নির্বাক হয়ে যান তিনি।

এ সময় সরাসরি মাঠে চলে যান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। অন্যান্য খেলোয়াড়দের সাধারণভাবে সমবেদনা জানালেও এমবাপ্পেকে আদরের সঙ্গে বুকে জড়িয়ে ধরেন ম্যাকরন।

এরপর সেরা গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’  নেওয়ার সময়ও তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন ম্যাকরন।

কিন্তু এমবাপ্পেকে কী বলে সান্ত্বনা দিয়েছেন ম্যাকরন?

এ বিষয়ে ম্যাকরন জানিয়েছেন, “আমি তাকে বলেছি-তোমার বয়স মাত্র ২৪ বছর। এই বয়সেই তুমি এই বিশ্বকাপের সেরা গোলদাতা। এর আগে তুমি একটি বিশ্বকাপ জিতেছো। আর এবার ফাইনাল খেলেছো।” সূত্র: আর্জেন্টিনা স্টার, মেট্রো ইউকে, ফুটবল ৩৬৫

বিডি প্রতিদিন/কালাম



এই পাতার আরো খবর