ঢাকা, রবিবার, ২১ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিশ্বকাপ মিশন শুরু; আজ অনুশীলনে নামছে টাইগাররা
অনলাইন ডেস্ক

ভারতের মাটিতে আজ মাঠে গড়াচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইসিসি বিশ্বকাপ। ৫০ ওভারের এ আসরে অংশ নিচ্ছে ক্রিকেট বিশ্বের সেরা ১০ দল। প্রতিটি দলই স্বপ্ন নিয়ে মাঠে নামছে। কারও স্বপ্ন শিরোপা, কারও সেমিফাইনাল, কোনো দল আবার আগের চেয়ে বেশি জয় পেলেই যেন মহাখুশি!

বাংলাদেশ ক্রিকেট দল এখন ধর্মশালায়। হিমাচল প্রদেশের শহর ধর্মশালায় টাইগাররা দু’টি ম্যাচ খেলবে। ৭ অক্টোবর প্রথম ম্যাচ আফগানিস্তান এবং ১০ অক্টোবর দ্বিতীয় ম্যাচ বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে। মূল মঞ্চে নামার আগে দু'টি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ম্যাচ দু’টি খেলে পরশু ধর্মশালায় পা রাখেন টাইগাররা। আজ দুপুরে ধর্মশালার মূল স্টেডিয়ামে অনুশীলন করবেন তারা। দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুশীলন করবেন ক্রিকেটাররা। 

প্রস্তুতি ম্যাচ দু'টি খেলেননি টাইগার অধিনায়ক সাকিব। বিশ্বকাপ ক্রিকেটের পর্দা উন্মোচনের আগে ১০ দলের অধিনায়কদের ‘ক্যাপ্টেন্স ডে’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান সেখানে মিডিয়ার মুখোমুখিতে জানিয়েছেন, দেশের ক্রিকেট সমর্থকদের প্রত্যাশা এবার গতবারের চেয়ে ভালো করা। 

টাইগার অধিনায়ক বলেন, ‘গত বিশ্বকাপের পর থেকে দেখবেন আমরা বাছাইপর্বে ৩ বা ৪ নম্বর দল ছিলাম পয়েন্টের হিসাবে। আমরা সত্যিই ভালো করেছি দল হিসেবে। এখন বিশ্বকাপে ভালো কিছু করে দেখানোর পালা। আমাদের দল প্রস্তুত। দেশ হয়তো গতবার যা করেছিলাম তার চেয়ে ভালো কিছু আশা করছে।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর