ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

টেন্ডুলকারের চোখে সেমিফাইনাল খেলবে কারা?
অনলাইন ডেস্ক
শচীন টেন্ডুলকার (ফাইল ছবি)

ভারতের মাটিতে চলছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র’র জোড়া সেঞ্চুরিতে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড। এসবের মধ্যেই ফেবারিট দল খুঁজে বের করতে নেমে পড়েন অনেকে। বিশ্বকাপ নিয়ে ভবিষ্যৎবাণীও শুরু হয়ে গেছে। এই যেমন, ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার জানিয়ে দিলেন, কোন চার দল খেলবে সেমিফাইনালে।

বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি সবার আগে এগিয়ে রাখছেন নিজ দেশকে, ‘নিঃসন্দেহে ভারত। আমাদের দারুণ ভারসাম্য একটি দল আছে।’ এরপর শচীন এগিয়ে রাখছেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে, ‘আমি অনুভব করেছি অস্ট্রেলিয়া দলেও ভারসাম্য আছে। আমার তৃতীয় পছন্দ, ইংল্যান্ড। এবারও ইংলিশরা খুব শক্তিশালী দল। অভিজ্ঞ ও নতুনদের মিশেলে দলটি। আমার চতুর্থ পছন্দ, নিউজিল্যান্ড। তারা ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে ফাইনাল খেলেছে। যদি পেছনে ফিরে দেখি, তাহলে দেখবেন বৈশ্বিক আসরে তারা সবসময় ভালো খেলেছে। আমি তাদেরকে সেমিতে দেখছি।’

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর