ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মিরাজের ফিফটিতে জয়ের পথে বাংলাদেশ
অনলাইন প্রতিবেদক

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের দেয়া ১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খেলেও মিরাজ-শান্ত'র ব্যাটে ঘুরিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ। এরইমধ্যে অর্ধশতক তুলে নিয়েছেন মিরাজ। মিরাজ-শান্ত'র ব্যাটে ধীরে ধীরে জয়ের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ২৭.২ ওভারে ১২০ রান। 

এর আগে ১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। দলীয় ১৯ রানের মাথায় রানআউটের শিকার হয়ে সাজঘরের পথ ধরেন তানজিদ হাসান তামিম। আউট হওয়ার আগে ১৩ বলে ৫ রান করেন তিনি।

এরপর ফজলহক ফারুকির বলে বোল্ড হয়ে মাঠ ত্যাগ করেন আরেক ওপেনার লিটন দাস। আউট হওয়ার আগে তিনি করেন ১৮ বলে ১৩ রান। দলীয় ২৭ রানের মাথায় ২ উইকেট হারিয়ে চাপে টাইগাররা। তবে চাপ সামলে বড় জুটি গড়ে মিরাজ ও শান্ত'র ব্যাটে জয়ের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

এর আগে ভারতের ধর্মশালায় টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩৭.২ ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে ১৫৬ রান তুলতে সক্ষম হয় আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ১৫৭ রান।

বাংলাদেশের হয়ে সাকিব ও মিরাজ দু'জনেই নিয়েছেন তিনটি করে উইকেট। এছাড়া শরিফুল দুটি, তাসকিন ও মুস্তাফিজ নেন একটি করে উইকেট।

বিডি-প্রতিদিন/বাজিত



এই পাতার আরো খবর