ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড দক্ষিণ আফ্রিকার
অনলাইন ডেস্ক
বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড দক্ষিণ আফ্রিকার

শ্রীলঙ্কার বোলারদের তুলোধুনো করে ৫ উইকেটে ৪২৮ রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে তা সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ল প্রোটিয়ারা।

এর আগে বিশ্বকাপে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ডটি ছিল ৪১৭ রানের। ২০১৫ বিশ্বকাপে পার্থে আফগানিস্তানের বিপক্ষে এই রেকর্ড গড়েছিল অস্ট্রেলিয়া।

আজ শনিবার দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে এক ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৩ ব্যাটার সেঞ্চুরি করেছেন।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৮ রানে সাজঘরে ফেরেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। তবে ধাক্কা সামলে লঙ্কানদের ৪২৯ রানের টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকা।

বাভুমাকে হারানোর পর দলের হাল ধরেন ওপেনার কুইন্টন ডি কক ও রাসি ভ্যান ডার ডাসেন। তারা দুই জনে ১৭৪ বলে ২০৪ রানের জুটি গড়েন। ৮৪ বলে ১০০ করে সাজঘরে ফেরেন ডি কক। আর ১১০ বলে ১০৮ রান করে থামেন ডাসেন।

তবে এরপর দুর্দান্ত কাণ্ড ঘটান এইডেন মার্করাম। বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন এই প্রোটিয়া ব্যাটার। ৪৯ বলে যান সেঞ্চুরির মাইলফলকে। ৫৩ বলে ১০৬ রান করে দিলশান মাদুশাঙ্কার বলে আউট হয়েছেন তিনি।

নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা তুলেছে ৪২৮ রান।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ  



এই পাতার আরো খবর