ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

লিটনের অফফর্ম নিয়ে আশার বাণী শোনালেন হেরাথ
অনলাইন ডেস্ক

অনেক দিন ধরেই হাসছে না বাংলাদেশের ওপেনার লিটন কুমার দাসের ব্যাট।  সব শেষ ১০ ইনিংসে লিটন যথাক্রমে করেছেন ২১, ৩৫, ২৬, ১৩, ৫৩*, ১৬, ১৫, ০, ৬ ও ১৩ রান। আর বিশ্বকাপের শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে ৬১ রানের ইনিংস খেলেন লিটন। তবে মূলপর্বে আফগানিস্তানের বিপক্ষে তিনি করেছেন মাত্র ১৩ রান।

বড় আসরে ওপেনারের এমন হালে অনেকের কপালেই চিন্তার ভাঁজ। তবে হেরাথ শুনিয়েছেন আশার বাণী। তিনি বলেছেন, ‘আমি বুঝতে পেরেছি, আপনারা কী বোঝাতে চাইছেন, লিটন দাস। ... সবারই এ রকম বাজে সময় যেতে পারে।’

তিনি আরো বলেছেন, ‘আমি নিশ্চিত যে লিটন খুব ভালোভাবে ঘুরে দাঁড়াবে। ব্যাটিংয়ে আমাদের ভালো জুটি দরকার। এটাই আমাদের প্রধান লক্ষ্য। তাই, ভালো জুটি গড়তে হবে এবং এটা করার পর আমাদের বড় স্কোর করতে হবে।’

 

বিডি প্রতিদিন/নাজমুল 



এই পাতার আরো খবর