ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সাকিবকে নিয়ে যা বললেন মর্গান
অনলাইন ডেস্ক

বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসেবে আছেন সাবেক ইংলিশ অধিনায়ক ইয়ন মর্গান। মুখোমুখী ইংল্যান্ডের হয়ে তিনি সাকিবের বিপক্ষে খেলেছেন, আবার আইপিএলে নাইট রাইডার্সে সাকিবকে পেয়েছেন সতীর্থ হিসেবে। তাই টাইগার কাপ্তান সাকিবকে বেশ ভালো করেই চেনেন। বিশ্বকাপে ইংলিশদের বিপক্ষে ম্যাচের আগে মরর্গান সাংবাদিকদের বোঝালেন কেন গ্রেট অলরাউন্ডার সাকিব।

বিশ্বকাপজয়ী মর্গান বলেছেন, পারফরম্যান্সের কথা বললে সে (সাকিব) অবিশ্বাস্য একজন। সবসময়ই তাকে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন মনে করা হয়েছে এবং পারফরম্যান্স দিয়েই সে তা প্রমাণ করেছে। ধারাবাহিকভাবে পারফর্ম করে গেছে। এটা তার পঞ্চম বিশ্বকাপ। খুব বেশি বর্তমান ক্রিকেটার নেই, যারা পাঁচটি বিশ্বকাপ খেলেছে। কাজেই পারফরম্যান্সের পাশাপাশি তার এই যে দীর্ঘস্থায়িত্ব, এটাই তাকে গ্রেট অলরাউন্ডারদের একজন করে তুলেছে।

মর্গান আরো জানিয়েছেন, ইংলিশদের জন্য বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ। বাংলাদেশকে সহজভাবে নেওয়ার উপায় নেই। অবশ্য একই সুর শোনা গেছে বর্তমান ইংলিশ জস বাটলারের মুখেও।

 

বিডি প্রতিদিন/নাজমুল 



এই পাতার আরো খবর