ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বাংলাদেশের বিপক্ষে হারটা নিয়ে বেশি হতাশ : আফগান কোচ
অনলাইন ডেস্ক
আফগান কোচ জোনাথন ট্রট। ফাইল ছবি

বিশ্বকাপের আগে বেশ হাঁকডাক দিয়ে খেলতে এসেছিল আফগানিস্তান। কিন্তু মাঠের খেলায় এখন পর্যন্ত সেটার প্রতিফলন ঘটাতে পারেননি আফগান ক্রিকেটাররা।

প্রথম ম্যাচে একপেশে লড়াইয়ে আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ৯২ বল বাকি থাকতে ৬ উইকেটে জিতেছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দল। এরপর ভারতের কাছে বড় পরাজয়ে পায়ের তলার মাটি অনেকটাই সরে গেছে আফগানিস্তানের।

তবুও এই দলটিকে নিয়ে বেশ আশাবাদী দলটির কোচ জোনাথন ট্রট। তবে বাংলাদেশের বিপক্ষে হারটা নিয়ে বেশি হতাশ বলে জানিয়েছেন তিনি।

রবিবার ইংলিশদের বিপক্ষে দিল্লি স্টেডিয়ামে মাঠে নামবে আফগানিস্তান। সে ম্যাচে নামার আগের দিন সংবাদ সম্মেলনে আসেন ট্রট। তিনি চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর আশা প্রকাশ করেন।

এসময় ট্রট সাংবাদিকদের বলেন, আমাদের যেকোন দলকে হারানোর ক্ষমতা রয়েছে। আমার মনে হয়, প্রতি ম্যাচেই আমরা এটা বিশ্বাস করে নামি আমরা জিতবো কিন্তু আপনি সব ম্যাচ এভাবে জিততে পারবেন না। অবশ্যই আমরা বাংলাদেশের বিপক্ষে হারটা নিয়ে বেশি হতাশ।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর