ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পাকিস্তানের ‘লজ্জার’ হার; পিচ নিয়ে মুখ খুললেন রোহিত
অনলাইন ডেস্ক

বিশ্বকাপে ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে পাত্তাই পায়নি পাকিস্তান। আগে ব্যাটিংয়ে নেমে ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১৯১ রানে গুটিয়ে যায় বাবর আজমের দল। জবাবে ১৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রোহিত-আয়ারের অর্ধ-শতকে ১১৭ বল বাকি থাকতেই ৭ উইকেটের জয় তুলে নেয় ভারত। 

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে রোহিত শর্মা কিছুটা তুচ্ছতাচ্ছিল্য করেই পাকিস্তানের উদ্দেশ্যে বলেন, এটি ১৯০ এর পিচ নয়। তার মতে, ‘বোলাররা আজকে পুরো ম্যাচ সেট করে দিয়েছে। আমার মনে হয় না এটা ১৯০ রানের পিচ। এক পর্যায়ে তারা ২৮০ করার অবস্থায় ছিল। কিন্তু আমরা সাহসিকতা দেখিয়েছি। এটি নিয়ে আমি সবসময় গর্ব করি।’

ভারতের পাঁচ বোলারই দু'টি করে উইকেট পেয়েছেন। বোলারদের এমন পারফরম্যান্সেও খুশি রোহিত। যে-ই বল পেয়েছে সে-ই আজ উইকেট পেয়েছে। আমাদের ৬ জন বোলার আছে যারা তাদের কাজটা ঠিকমত করতে পারে। আমার কাজ অধিনায়ক হিসেবে সঠিক সিদ্ধান্তটা নেওয়া। কন্ডিশন বুঝে কে দলে খেলবে না খেলবে সেটা ঠিক করা আমার কাজ।’

দলের ব্যাটিং পজিশন নিয়ে রোহিত বলেন, ‘আমি একবারও দ্বিধায় ভাবি না, কে কোথায় ব্যাট করবে এটা নিয়ে। এটা আসলেই ভালো দিক। এমন ভারসাম্যপূর্ণভাবেই আমরা আগাতে চাই। মাথা ঠাণ্ডা রেখে এগিয়ে যেতে চাই। ঐ নির্দিষ্ট দিনে আপনাকে ভালো খেলতে হবে এটিই আমাদের লক্ষ্য।’

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর