ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

‘এতো বড় ছক্কা কীভাবে মারো’, রোহিতকে প্রশ্ন আম্পায়ারের
অনলাইন ডেস্ক
রোহিত শর্মা। ফাইল ছবি

বিশ্বকাপ লড়াইয়ে পাকিস্তান ভারতের কাছে হারবে, এটা যেন অনেকটাই স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে। এবারের আগেও সাতবার মুখোমুখি হয়ে প্রতিবারই হেরেছে পাকিস্তান। গতকাল আহমেদাবাদেও বাবর আজমের দল হেরেছে বড় ব্যবধানে।

মাত্র ১৯১ রানে অলআউট হয়ে গেছে পাকিস্তান। শেষ ৩৬ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে ফেলেছিল বাবর আজমরা। সেই রান তাড়ায় ১১৭ বল আর ৭ উইকেট হাতে রেখে টপকে যায় ভারত।

ভারতের এমন জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অধিনায়ক রোহিত শর্মা। ৬৩ বলে ৬টি করে চার ও ছক্কায় ৮৬ রান করেন তিনি। বিশেষ করে ছক্কাগুলো ছিল বেশ বড় বড়। এর মধ্যেই পেসার হারিস রউফকেই ছক্কা মারেন ৩টি। তা দেখে কৌতূহলই জেগে উঠে আম্পায়ার মারাইস এরাসমাসের। তাই প্রশ্ন করেন রোহিতকে, ‌এতো বড় ছক্কা কীভাবে মারো? ব্যাটে কিছু আছে নাকি?

ম্যাচ শেষে ভারতীয় পেসার হার্দিক পান্ডিয়া জানতে চেয়েছিলেন, খেলার সময় মাসল দেখিয়ে কী উদযাপন করছিলে? উত্তরে রোহিত বলেন, আম্পায়ার জানতে চেয়েছিলেন এত বড় ছক্কা কীভাবে মার? ব্যাটে কিছু আছে নাকি? জবাবে নিজের মাসল দেখিয়ে রোহিত বলেন, আমার ব্যাটে কিছুই নেই, শক্তি এখান (মাসল) থেকেই আসে (হাসি)।

বিডি প্রতিদিন/এমআই 



এই পাতার আরো খবর