ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইংল্যান্ডের বিপক্ষে লিটনের ডাবল সেঞ্চুরি করার সামর্থ্য ছিল : সুজন
অনলাইন ডেস্ক

লিটন কুমার দাসের ব্যাট হাসছে না অনেক দিন ধরেই। তবে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংলিশদের বিরুদ্ধে ৭৬ বলে ৬৬ রানের ইনিংস খেলে ফর্মে ফেরার আশা জাগিয়েছিলেন এই ব্যাটার।

পরের ম্যাচে অবশ্য নিউজিল্যান্ডের বিপক্ষে লিটন মারেন গোল্ডেন ডাক। তার মাঝেই গতকাল রবিবার বিতর্কে জড়ান দেশি সাংবাদিকদের সাথে করা আচরণের জন্য। তিনি টিম হোটেল থেকে তাদের বের করে দিতে বলেন। পরে অবশ্য এজন্য দুঃখ প্রকাশও করেছেন।

লিটনের ব্যাটে সবশেষ সেঞ্চুরির দেখা মিলেছিল ৩৪ ইনিংস আগে, গত বছরের ফেব্রুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে। তাই আজ পুনেতে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের কাছে জানতে চাওয়া হয়েছিল, লিটনের ব্যাটে আবার কবে সেঞ্চুরির দেখা মিলবে? জবাবে সুজন বলেছেন, ‘আমার মনে হয় এই প্রশ্নের উত্তরটা আপনাদের কাছেও আছে। আপনারাও জানেন লিটন ক্লাস প্লেয়ার। অবশ্যই ও যে মানের খেলোয়াড় সেভাবে সে ধারাবাহিক হচ্ছে না। একটা ম্যাচে রান করার পর সে পরের ম্যাচে রান করতে অনেক সময় নিচ্ছে। ’

সুজন আরো বলেন, ‘সে অনেক চেষ্টা করছে, আমি মনে করি লিটনের মধ্যে সেই ক্ষমতা আছে যে পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করতে পারে। কিন্তু হচ্ছে না, ধরেন শেষ ম্যাচেও ইংল্যান্ডের সঙ্গে সে ৭৬ রান করে আউট হল...২১ ওভারের সময় আউট হয়েছে আরও ২৯ ওভার বাকি ছিল। ওই সময় ব্যাটিং করলে ওর দুইশ' করার সামর্থ্য ছিল। শেষ ম্যাচে সে যখন খেলল তখন কঠিন ছিল, সে প্রথম বলে আউট হয়ে গিয়েছে। ’

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর