ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

‘বাবর কখনোই গতানুগতিকের বাইরে ভাবতে পারে না’
অনলাইন ডেস্ক
বাবর আজম

২০২৩ বিশ্বকাপে আহমেদাবাদে বড় রকমের লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে পাকিস্তানকে। বিশ্বকাপের মঞ্চে ভারতের বিপক্ষে এমন হারের পর পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে নিয়ে সমালোচনা করছে দেশটির সাবেক ক্রিকেটাররা। তাদের প্রত্যেকেই প্রশ্ন তুলেছেন বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে। সাবেক তারকা অলরাউন্ডার শোয়েব মালিকও আছেন সেই তালিকায়।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগে ব্যাট করে দারুণ শুরু পেয়েও ১৯১ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ৫০ রানে বাবর আউট হয়ে যাওয়ার পর তাসের ঘরের মত ভেঙে পড়েছিল তাদের ইনিংস। জবাবে ৭ উইকেটের সহজ জয় পেয়ে যায় ভারত।

ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে পাকিস্তানি এক টিভি চ্যানেলে ৪১ বছর বয়সী মালিক বলেন, ‘বিশ্বকাপে পাকিস্তান বড় ব্যবধানে ভারতের কাছে হেরেছে বলেই বলছি না; আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, বাবর আজমের অধিনায়কত্ব করা উচিত নয়। আমি মনে করি, অধিনায়ক হিসেবে বাবর কখনোই গতানুগতিকের বাইরে গিয়ে ভাবতে পারে না।’

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের নেতৃত্ব দেওয়া মালিক বলেন, ‘সে গতানুগতিকের বাইরে গিয়ে ভাবতে পারে না, এটা একটা সমস্যা। অধিনায়কত্ব আর ব্যাটিং স্কিল দুটো ভিন্ন জিনিস। বাবর অনেক দিন ধরেই অধিনায়ক হিসেবে আছে। কিন্তু এত দিনে সে নিজেকে ক্ষুরধার করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।’

শোয়েব মালিকের অবশ্য ব্যাটার বাবর আজমের প্রতি বেশ আস্থাশীল, ‘আমি খুব পরিষ্কার মনেই কথাগুলো বলছি। বাবরের আসলেই অধিনায়কত্ব করা উচিত নয়। আমি এটা নিয়ে অনেক ভেবেছি। বাবর যদি অধিনায়কত্ব ছেড়ে শুধু নিজের ব্যাটিংয়ে মনোযোগ দেয়, তাহলে সে পাকিস্তান দলের জন্য অনেক সাফল্য এনে দিতে পারে। সে একজন ব্যাটসম্যান হিসেবে নিজেকেও অন্য উচ্চতায় নিতে পারবে, দলও তা থেকে উপকৃত হবে।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর