ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সন্ধ্যায় অনুশীলন করেছেন রোহিতরা
ক্রীড়া প্রতিবেদক, পুনে থেকে

স্টেডিয়ামে ঢুকেই উইকেট দেখতে চলে আসেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। দুজনে আসার পর মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন কিউরেটর উইকেটের উপর পর্দা সরিয়ে নিয়ে দুজনে বেশ মনোযোগে উইকেট দেখেন। 

বুঝতে চেষ্টা করেন আগামীকাল বাংলাদেশের বিরুদ্ধে উইকেটের আচরণ কি হবে? অথচ বাংলাদেশে যখন অনুশীলনে আসেন, টাইগার অধিনায়ক উইকেটের সামনে গেলেও উইকেট দেখতে পারেননি। দুই দলের প্রতি স্টেডিয়াম কর্তৃপক্ষের এ কেমন রকম আচরণ! অবাক করেছে বাংলাদেশের ক্রিকেট ম্যানেজমেন্টকে। 

দুপুর ২টার থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুশীলন ছিল বাংলাদেশের। কড়া রোদে ব্যাটিং, বোলিং করেন সাকিব, মুশফিক, তানজিদ, লিটন, তাসকিন, হাসান মাহমুদ, মুস্তাফিজ, শরিফুলরা। আর ভারতীয় দল অনুশীলন করে সন্ধ্যায়। গোলাপি জার্সি পরে রোহিতরা প্রায় তিন ঘণ্টা অনুশীলন করেছেন একপাশের উইকেটে। সেখানে রোহিত, শুভমান গিল, বিরাট, লোকেশ রাহুলরা একেক জন আধাঘণ্টা করে ব্যাটিং করেছেন। 

ব্যাটিং ও বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংও করেছেন। এরমধ্যে রোহিত শর্মা ও রবিচন্দ্রন আশ্বিন দুজনেই একই নেটে বোলিং করেছেন। আশ্বিন সিরিয়াসলি বোলিং করলেও রোহিতের বোলিং ছিল হালকা মেজাজে।

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর