ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আফগানিস্তানকে ২৮৯ রানের চ্যালেঞ্জ নিউজিল্যান্ডের
অনলাইন ডেস্ক

বিশ্বকাপে প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তানের বিপক্ষে ২৮৮ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। ফলে জয়ের জন্য আফগানিস্তানকে করতে হবে ২৮৯ রান।

বুধবার চেন্নাইয়ে আফগানিস্তানের বিপক্ষে তিন ব্যাটার উইল ইয়াং, টম ল্যাথাম ও গ্লেন ফিলিপসের ফিফটিতে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ২৮৮ রান তুলতে সক্ষম হয় নিউজিল্যান্ড।

এর আগে টস জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় আফগানিস্তান। ইনিংসের শুরুটা অবশ্য ভালো হয়নি কিউইদের। ব্যক্তিগত ২০ রানে ফেরেন ওপেনার ডেভন কনওয়ে। দ্বিতীয় উইকেটে ৭৯ রানের জুটিতে বড় সংগ্রহের পথে রাখেন উইল ও রাচিন রবীন্দ্র।

তবে ইনিংসের ২১তম ওভারে আজমতউল্লাহ ওমরজাইয়ের জোড়া শিকারে ফেরেন দুজন। রাচিন ৩২ ও উইল করেন ৫৪ রান। ড্যারিল মিচেলকে থিতু হতে দেননি রশিদ খান। যদিও খুব একটা বেগ পেতে হয়নি নিউজিল্যান্ডের।

আবার প্রতিরোধ গড়েন ল্যাথাম ও ফিলিপস। পঞ্চম উইকেটে ১৪৪ রানের জুটি গড়েন দু'জন। অর্ধশতক করে দুজনই হাঁটছিলেন শতকের দিকে। তবে ইনিংসের ৪৮তম ওভারে নাভিন উল হকের জোড়া আঘাতে ফেরেন তারা। ফিলিপস ৮০ বলে ৭১ ও ল্যাথাম ৭৪ বলে ৬৮ রান করেন।

শেষদিকে মার্ক চাপম্যানের ১২ বলে ২৫ ও মিচেল স্যান্টনারের ৫ বলে ৭ রানে শেষ পর্যন্ত ৬ উইকেটে ২৮৮ রান করেছে নিউজিল্যান্ড।

বিডি-প্রতিদিন/বাজিত



এই পাতার আরো খবর