ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শান্ত ফিরলেন ৮ রানে, খানিকটা চাপে বাংলাদেশ
অনলাইন ডেস্ক

১৮ ওভারেই দলীয় ১০০ রানের ঘর পেরিয়েছিল টাইগাররা। ওপেনার তানজিদ হাসানের বিদায়ের পর আজকে দলের অধিনায়কত্ব করা নাজমুল শান্তকে নিয়ে হাল ধরেছিলেন লিটন কুমার দাস।

তবে তাদের জুটি খুব একটা বড় হয়নি। ১৭ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন শান্ত। তার বিদায়ের সময় বাংলাদেশের রান ছিল ১১০। লিটনকে সঙ্গ দিতে মাঠে নামেন মুশফিকুর রহিম। 

৪৩ বলে ৫১ রান তুলে কুলদীপ যাদবে শিকার হয়ে সাজঘরে ফেরেন টাইগার ওপেনার তানজিদ।

এর আগে প্রথম পাঁচ ওভারে ভারতের বিপক্ষে ১০ রান তুলেছিল দুই টাইগার ওপেনার তানজিদ হাসান ও লিটন কুমার দাস। যসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজদের শুরুতেই রক্ষণাত্ম ঢঙে মোকাবেলা করে টাইগাররা। পরে অবশ্য তাল বুঝে রানের গতি বাড়াতে থাকেন টাইগার ব্যাটাররা।

১৪ বল মোকাবেল করে লিটন দাস করেছিলেন মাত্র এক রান। তবে পরে তিনি রানে গতি বাড়াতে থাকেন দুই ওপেনার। তাদের ব্যাটে ভর করে ১০ ওভারে  রান তোলে বাংলাদেশ।

চোটের কারণে এই ম্যাচে খেলছেন না টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তার বদলে দলে জায়গা পেয়েছেন নাসুম আহমেদ। আর তাসকিনের পরিবর্তে দলে এসেছেন পেসার হাসান মাহমুদ।

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে বৃহস্পতিবার মাঠে নামছে ভারত ও বাংলাদেশ। হাইভোল্টেজ এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। 

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর