ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

এক ম্যাচে দুই মাইলফলক মুশফিকের
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে একসঙ্গে দুইটি মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর রহিম। বৃহস্পতিবার ভারতের পুনেতে ৪৬ বলে ৩৮ রানের ইনিংস খেলার পথে বিশ্বকাপ ক্রিকেটে হাজার রানের ক্লাবে নাম লিখেছেন তিনি। ৩৩ ম্যাচের ৩২ ইনিংস তার রান ১০৩৪।

সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে বিশ্বকাপে হাজার রান সংগ্রহের মাইলফলক স্পর্শ করেন মুশফিক। সাকিব প্রথম ক্রিকেটার হিসেবে হাজারি ক্লাবে নাম লেখান। ১ হাজার ২০১ রান করেছেন তিনি।

এদিন রোহিতদের বিপক্ষে সাকিবের খেলতে না পারার কারণে আরও একটি রেকর্ড গড়ে ফেলেন মুশফিকুর রহিম। বাংলাদেশের হয়ে বিশ্বকাপের আসরে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটার এখন মুশফিক। এখন পর্যন্ত বিশ্বকাপে ৩৩টি ম্যাচ খেলেছেন এই ডানহাতি ব্যাটার।

উল্লেখ্য, বাংলাদেশের দেওয়া ২৫৭ রানের লক্ষ্য রোহিত শর্মার দল পেরিয়েছে ৫১ বল এবং ৭ উইকেট হাতে রেখে। ম্যাচসেরা হয়েছেন সেঞ্চুরিয়ান ব্যাটার বিরাট কোহলি।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর