ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কোহলিকে ‘সেঞ্চুরি করাতে’ ওয়াইড দেননি আম্পায়ার!
অনলাইন ডেস্ক
বিরাট কোহলি। ফাইল ছবি

ভারত-বাংলাদেশ ম্যাচে নাসুম আহমেদ যখন ৪২তম ওভারে বল করতে আসেন, তখন জয়ের জন্য ভারতের দরকার ছিল দুই রান। আর বিরাট কোহলির শতরানের জন্য বাকি ছিল তিন রান। ৯৭ রানে খেলছিলেন বিরাট।

প্রথম বলটা লেগ সাইডের অনেকটা বাইরে করেন নাসুম। বিরাট কিছুটা সরে যান। তা সত্ত্বেও স্পষ্টত ওয়াইড ছিল। এমনকি ওয়াইড হয়েছে ভেবে হতাশা প্রকাশ করেন বিরাটও। বিরক্তির ভঙ্গিতে তাকিয়ে থাকেন নাসুমের দিকে। কিন্তু অনফিল্ড আম্পায়ার রিচার্ড কেটেলবরো ওয়াইড দেননি।

যদিও সেটি দলের জয়-পরাজয়ে প্রভাব ফেলার মতো ছিল না। তবে ওয়াইড দিলে দু’দলের স্কোর সমান হয়ে যেত। পরে নাসুমের তৃতীয় বলে লং অন দিয়ে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেছেন কোহলি। ৯৭ বলে ১০৩ রানে অপরাজিত ছিলেন তিনি।

এদিকে, কোহলিকে ‘সেঞ্চুরি পাইয়ে দিতেই’ আম্পায়ার ওয়াইড দেননি বলে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, অন্য কোনো দেশের ক্ষেত্রে কি আম্পায়ার এমন সিদ্ধান্ত দিতে পারতেন?

উল্লেখ্য, বাংলাদেশের দেওয়া ২৫৭ রানের লক্ষ্য রোহিত শর্মার দল পেরিয়েছে ৫১ বল এবং ৭ উইকেট হাতে রেখে।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর