ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিশ্বকাপে নতুন মাইলফলক রোহিতের
অনলাইন ডেস্ক

বিশ্বকাপের মঞ্চে আরও একটি মাইলফলক ছুঁয়ে ফেললেন রোহিত শর্মা। টপকে গেলেন ব্রায়ান লারাকে। বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন ভারতীয় দলের অধিনায়ক।

গতকাল বাংলাদেশের বিপক্ষেও পরিচিত আগ্রাসী মেজাজে ইনিংস শুরু করেছিলেন রোহিত। যদিও ছয় মারতে গিয়ে আউট হলেন অর্ধশতরানের মুখে। ৪০ বলে ৪৮ রানের ইনিংসেই অবশ্য নতুন মাইলফলক স্পর্শ করেন রোহিত। এক দিনের বিশ্বকাপে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন তিনি। ভারতীয়দের মধ্যে তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে।

বিশ্বকাপে এখন পর্যন্ত সব থেকে রান করার কৃতিত্ব শচীন টেন্ডুলকারের দখলে। তিনি করেছেন ২২৭৮ রান। দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। এক দিনের বিশ্বকাপে তার ঝুলিতে রয়েছে ১৭৪৩ রান। এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। তার সংগ্রহে রয়েছে ১৫৩১ রান। এই তিন জনের পরেই চলে এলেন রোহিত। বৃহস্পতিবারের ম্যাচের পর এক দিনের বিশ্বকাপে রোহিতের রান হল ১২৪৩। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক লারা করেছিলেন ১২২৫ রান।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর