ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আজ মুম্বাই পৌঁছবেন সাকিবরা
আসিফ ইকবাল, পুনে থেকে :
ফাইল ছবি

ইংল্যান্ডের পর নিউজিল্যান্ড, এরপর ভারত। টানা তিন হার। চার ম্যাচে শুধুমাত্র আফগানিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছে। বিশ্বকাপে এখনও খেলা বাকি ৫ টি। বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে  বাকি ম্যাচগুলো জিততেই হবে। এই স্বপ্ন নিয়েই আজ দুপুরে বাণিজ্যিক নগরী মুম্বাইয়ে পা রাখছে বাংলাদেশ ক্রিকেট দল। ২৪ অক্টোবর মুম্বাইয়ের বিখ্যাত ওয়াংখেড় স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা।

ইনজুরির কারণে পুনেতে ভারত ম্যাচ খেলেননি সাকিব আল হাসান। প্রোটিয়াদের বিরুদ্ধে খেলতে পারবেন কি না সন্দেহ আছে। কাঁধের ইনজুরিতে খেলেননি তাসকিন আহমেদও। বিশ্বকাপের বাকি ম্যাচগুলো খেলতে পারবেন কি না, তাও নিশ্চিত নয়। ইনজুরিই এখন টাইগারদের সঙ্গী। ভারত ম্যাচে উদ্ভোধনী জুটিতে ১৪.৪ ওভারে ৯৩ রান করেন তানজিদ তামিম ও লিটন দাস। তানজিদ ৫১ রান করেন ৪৩ বলে। লিটন ৬৬ রান করেন ৮২ বলে।

এছাড়া  মুশফিকুর রহিম ৩৮ রান করেন। ইনিংসটি খেলার পথে মুশফিক দ্বিতীয় টাইগার ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে হাজার রানের মাইলফলক গড়েন।  ৩ ম্যাচের ৩২ ইনিংসে মুশফিকের রান ১০৩৪। সাকিবের রান ১২০১। মাহমুদুল্লাহ রিয়াদ ৪৬ রান করেন। নিউজিল্যান্ড ম্যাচে অপরাজিত ছিলেন ৪১ রানে। আফগান ম্যাচের পর নিজেকে মেলে ধরতে পারছেন না মেহেদি মিরাজ। নাজমুল শান্তও ছন্দ হারিয়েছেন। ব্যাটিং উইকেটগুলোতে পেসাররা ছন্দ হারিয়েছেন।

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর