ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

দ্রুততম ২৬ হাজারে কোহলি, পেছনে পড়লেন শচীন
অনলাইন ডেস্ক

আরো একটি মাইলফলক ছুঁয়েছেন বিরাট কোহলি, সাথে পেছনে ফেলেছেন তার অগ্রজ শচীন টেন্ডুলকারকে। ভারতীয় এই ব্যাটার আন্তর্জাতিক ক্যারিয়ারে দ্রুততম হিসেবে ২৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন।

বর্তমানে তিন সংস্করণ মিলিয়ে কোহলির রান ২৬০২৬। বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে কোহলি অপরাজিত ছিলেন ১০৩ রানে।

আর এই ম্যাচেই তিনি শচীনের আরো একটি রেকর্ড ভেঙে দিয়েছেন। যদিও রানের বিচারে এখনো সবার ওপরে শচীন। তার রান সংখ্যা ৩৪৩৫৭। 

৫৬৭তম ইনিংসে রেকর্ডটি গড়েছেন কোহলি। আর ২৬ হাজারের মাইলফলক ছুঁতে শচীনকে খেলতে হয়েছিল ৬০০ ইনিংস।

শচীন ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে অন্তত ২৫ হাজার রান করা ব্যাটার আছেন মাত্র পাঁচ জন।  ৫৯৪ ম্যাচে ৬৬৬ ইনিংসে ২৮০১৬ রান করেছেন শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারা। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং ৫৬০ ম্যাচে ৬৬৮ ইনিংসে করেছেন ২৭৪৮৩ রান। এরপর আছেন কোহলি। ৬৫২ ম্যাচে ৭২৫ ইনিংসে ২৫৯৫৭ রান করেছেন মাহেলা জয়াবর্ধনে। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিস ৬৫২ ম্যাচে ৭২৫ ইনিংসে করেছেন ২৫৫৩৪।

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর