ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

১১৬ বলে ১৫০ করেও ছুটছেন ওয়ার্নার
অনলাইন ডেস্ক

মিশেল মার্শ ও ডেভিড ওয়ার্নারের ২৫৯ রানের জুটি ভেঙেছিলেন শাহিন শাহ আফ্রিদি। একই ওভারে তিনি ফিরিয়েছিলেন ওপেনার মিশেল মার্শ ও তিনে নামা গ্লেন ম্যাক্সওয়েলকে। তার পর উসমান মিরের শিকার হয়ে ৭ রানে ফেরেন স্টিভেন স্মিথ।

তবে তিন সহযাত্রীকে হারালেও এক প্রান্ত আগলে আছেন ডেভিড ওয়ার্নার। ১১৬ বলে ১৫০ রানের মাইফলক ছুঁয়ে ছুটছেন তিনি। অজিদের এক প্রান্ত আগলে আছেন এই ওপেনার। 

১০৮ বলে ১২১ রানে মার্শকে ফেরানোর পরের বলেই তিনে নামা গ্লেন ম্যাক্সওয়েলকেও ফেরান শাহিন। গোল্ডেন ডাক মেরেই সাজঘরে ফিরেছেন এই অজি মারকুটে ব্যাটার। ৩৩তম ওভারে বল করতে এসে পাকিস্তানকে ব্রেকথ্রু এনে দেন শাহিন। ওভারের শেষ দুই বলে তিনি নিয়েছেন দুইটি উইকেট।

টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। আগের ম্যাচে ভারতের কাছে তুলোধুনো হওয়া পাকিস্তানের বোলাররা আজকের ম্যাচেও খুব একটা সুবিধা করতে পারেনি।

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর